ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুকে নিয়ে অপপ্রচার, পাকিস্তানের হাইকমিশনারকে তলব

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
বঙ্গবন্ধুকে নিয়ে অপপ্রচার, পাকিস্তানের হাইকমিশনারকে তলব শাহ ফয়সাল কাকার

ঢাকা: বাংলাদেশ ও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি ও অপপ্রচারের প্রতিবাদে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার শাহ ফয়সাল কাকারকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) শাহ ফয়সাল কাকারকে তলব করে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, পাকিস্তানের একটি সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বাংলাদেশ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আপত্তিকর তথ্য প্রচার করেছে দেশটি।

বিষয়টি নজরে আসায় মঙ্গলবার ঢাকার পাকিস্তান হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার শাহ ফয়সাল কাকতারকে তলব করা হয়।  

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক তারিক মোহাম্মদ তাকে তলব করেন। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে একটি প্রতিবাদপত্র তার কাছে হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।