ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় ইয়াবাসহ বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
নওগাঁয় ইয়াবাসহ বিক্রেতা আটক

নওগাঁ: নওগাঁর সদর উপজেলা থেকে মামুদুর রহমান (৩২) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। 

আটক মামুদুর রহমান সদর উপজেলার বোয়ালিয়া মধ্যপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে।

রোববার (১৭ ফেব্রুয়ারি) সকালে মধ্যপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

 

জেলা গোয়েন্দা শাখার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে মধ্যপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে ১০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে নিজ গ্রামসহ আশপাশের এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিলো।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।