ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক নিহত দুর্ঘটনা কবলিত ট্রাক। ছবি বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের শশই নামক স্থানে সড়ক দুর্ঘটনায় আব্দুল হাকিম মিয়া (২০) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।

রোববার (১৮ ফেব্রুয়ারি)  সকাল ১০টার  দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হাকিম বিজয়নগর উপজেলার হরষপুর গ্রামে আশু মিয়ার ছেলে।

 

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাকারিয়া হায়দার জানান, সকালে একটি নষ্ট ট্রাককে আরেকটি ট্রাক দড়ি দিয়ে বেঁধে গ্যারেজে নিয়ে যাচ্ছিল। এসময় সিএনজি চালিত একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে দুই ট্রাকের মাঝে চলে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা ও দু’টি ট্রাক পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই অটোরিকশাচালক আব্দুল  হাকিম নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।