ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে দুটি কিরিচসহ ডাকাত আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
কক্সবাজারে দুটি কিরিচসহ ডাকাত আটক

কক্সবাজার: কক্সবাজার শহরের ঝাউবন এলাকা থেকে দুটি কিরিচসহ নেজাম উদ্দিন (৩২) নামে এক ডাকাতকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে এ অভিযান চালানো হয়।  

নেজাম মহেশখালীর উত্তর নলবিলা গ্রামের মো. উলা মিয়ার ছেলে।

তার বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে।

র‌্যাব-১৫ এর কোম্পানি কমান্ডার মেজর মো. মেহেদী হাসান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঝাউবাগান এলাকায় অভিযান চালানো হয়। এসময় চার-পাঁচজন ডাকাত দৌড়ে পালিয়ে গেলেও নেজাম উদ্দিনকে আটক করা হয়। আটককালে তার কাছ থেকে দুইটি কিরিচ এবং একটি লোহার পাইপ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, নেজাম উদ্দিন দীর্ঘদিন ধরে কক্সবাজারের বিভিন্ন এলাকায় ডাকাতি করে এবং এলাকার লোকজনকে জিম্মি করে টাকা-পয়সা হাতিয়ে নিয়ে আসছিল। তার বিরুদ্ধে কক্সবাজারের বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, খুন, ডাকাতিসহ সর্বমোট ১২টি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।