ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বাঘাইছড়িতে পর্যটকবাহী মাইক্রোবাস উল্টে আহত ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
বাঘাইছড়িতে পর্যটকবাহী মাইক্রোবাস উল্টে আহত ৭ দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি। ছবি: বাংলানিউজ

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে পর্যটকবাহী একটি মাইক্রোবাস উল্টে কমপক্ষে সাতজন আহত হয়েছেন। 

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ইউনিয়নের বাঘাইহাট হাজাছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই ঢাকার বাসিন্দা।

আওলাদ হোসেন নামে আহত এক পর্যটক বাংলানিউজকে জানান, সকালে নয়জনের একটি দল মাইক্রোবাসে করে খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশে যাত্রা করেন। পথে গাড়িটি সাজেক ইউনিয়নের হাজাছড়া ১০ নম্বর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি উল্টে যায়। এতে সাতজন আহত হন।  

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  নুরুল আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজ জানান, ঘটনার খবর পেয়ে ৫৪ বিজিবি’র জোন অধিনায়ক লে. কর্নেল আল হাকিম মোহাম্মদ নওশাদ ঘটানাস্থলে যান। পরে বিজিবি’র সদস্যরা আহতদের উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে প্রাথমিক চিকিৎসা দিয়ে খাগড়াছড়ির দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।