ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ট্রাকচাপায় তরুণীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
সিরাজগঞ্জে ট্রাকচাপায় তরুণীর মৃত্যু বালুবাহী ঘাতক ট্রাকটি। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল বাজার এলাকায় ট্রাকচাপায় অজ্ঞাতপরিচয় (২২) এক তরুণীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ-নলকা নির্মাণাধীন চারলেন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

শিয়ালকোল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মান্নান শেখ জানান, দুপুরে ওই মহাসড়কের রাস্তা পার হচ্ছিলেন অজ্ঞাত ওই তরুণী।

এসময় সিরাজগঞ্জ থেকে নলকাগামী বালুবাহী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা মালবাহী অপর একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই তরুণীর মৃত্যু হয়।

এদিকে বালুবাহী  প্রথম ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশাকে চাপা দিলে অটোরিকশার চালক আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা বালুবাহী ট্রাকটি ভাঙচুর করে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া অজ্ঞাত তরুণীর নাম-পরিচয় জানা চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।