ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে ইউসিসিএ কর্মচারীদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
লক্ষ্মীপুরে ইউসিসিএ কর্মচারীদের মানববন্ধন মানববন্ধন, ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) অধিভুক্ত উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (ইউসিসিএ) কর্মচারীদের চাকরি রাজস্ব বাজেটে স্থানান্তর করার মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা ইউসিসিএ কর্মচারী ইউনিয়ন এ মানববন্ধনের আয়োজন করে।  

মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা ইউসিসিএ কর্মচারী ইউনিয়নের সভাপতি বলরাম, সহ-সভাপতি মিল্লাদ হোসেন ও কেন্দ্রীয় কমিটির সদস্য শাহ আলমসহ জেলার সব কর্মচারীরা।

বক্তারা ইউসিসিএ কর্মচারীদের চাকরি রাজস্ব বাজেটের আওতাভুক্ত করতে হবে। জাতীয় বেতন স্কেল ২০১৫ শর্তহীনভাবে বাস্তবায়ন, ২০১২ সাল থেকে সব বকেয়া বেতন ভাতা দেওয়া ও অবসরকালীন সব সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর বরাবর স্মারকলিপি দেন।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
এসআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।