ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

আগামী এক মাসের মধ্যে মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
আগামী এক মাসের মধ্যে মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবি মানববন্ধনে মুক্তিযোদ্ধারা। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: আগামী এক মাসের মধ্যে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে মানববন্ধন করেছে জাতীয় সম্মিলিত মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন ও মুক্তিযোদ্ধা মেজর জিয়াউদ্দিন স্মৃতি পরিষদ।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মেজর জিয়াউদ্দিন স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. শাহ আলম মল্লিক, জাতীয় সম্মিলিত মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জি কে বাবুল প্রমুখ।

মানববন্ধনে জাতীয় সম্মিলিত মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জি কে বাবুল বলেন, আমরা বুকের রক্ত দিয়ে এদেশকে স্বাধীন করেছি। তাই আমাদের সম্মানার্থে আগামী এক মাসের মধ্যে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবি জানাচ্ছি।  

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি  ১৯, ২০১৯
‌ডিএসএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।