ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ওসমানীনগরে সততা স্টোরের উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
ওসমানীনগরে সততা স্টোরের উদ্বোধন

সিলেট: সিলেটের ওসমানীনগরে সদরুননেছা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল হক এ স্টোরের উদ্বোধন করেন। এরপর বিদ্যালয়ে গার্লস ফ্যাসিলিটিজ কক্ষেরও উদ্বোধন করেন তিনি।


 
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিছুর রহমান, ওসমানীনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক ছুরাব আলী, ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার পাল, দয়ামী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাজ মো. ফখর, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইয়াকুতুল গণি ওসমানী টিটু ও সাংবাদিক আবুল কালাম আজাদ প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
এনইউ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।