ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

খুলনার বিআরটিএ অফিস থেকে ৯ দালাল আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
খুলনার বিআরটিএ অফিস থেকে ৯ দালাল আটক

খুলনা: খুলনা মহানগরের খানজাহান আলী থানা এলাকার বিআরটিএ অফিস থেকে দালাল চক্রের ৯ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে মহানগর ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলেন- মো. রায়হান হোসেন (২৪), মো. মঞ্জুর আহমেদ (৪০), মো. শাকির হোসেন (৩৬), মো. শহিদুল ইসলাম (৪২), মো. রহমত (২৮), বেগ ইকবাল (৩৮), মো. আশিকুর রহমান (২২), জাহিদুল ইসলাম (৩৫) ও মো. সিরাজ খান (৩২)।

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু বাংলানিউজকে বলেন, খুলনা মহানগর পুলিশের (কেএমপি) ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলামের নির্দেশে এবং প্রত্যক্ষ তদারকিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটকদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে বিআরটিএ খুলনা অফিসের দালাল চক্রের সক্রিয় সদস্য হিসেবে কাজ করে আসছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
এমআরএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।