ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ডাকসু নির্বাচন: প্রথম দিনে মনোনয়ন ফরম সংগ্রহ ২৮টি 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
ডাকসু নির্বাচন: প্রথম দিনে মনোনয়ন ফরম সংগ্রহ ২৮টি  ডাকসু ভবন

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে  প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন ফরম বিতরণের প্রথম দিনে ২৮ জন ফরম সংগ্রহ করেছেন।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে ফরম বিতরণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।

হল প্রশাসন থেকে খোঁজ নিয়ে জানা গেছে, মাস্টারদা সূর্যসেন হলে ৫টি, শহীদ সার্জেন্ট জহরুল হক হলে ডাকসুতে ৪টি ও হল সংসদে ১টি, হাজী মুহম্মদ মুহসীন হলে ৪টি, শামসুন্নাহার হলে ২টি, সলিমুল্লাহ মুসলিম হলে ২টি, বিজয় একাত্তর হলে ১টি, সুফিয়া কামাল হলে ১টি, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ৫টি, অমর একুশে হলে ১টি, জগন্নাথ হলে ১টি এবং রোকেয়া হলে ১টি ফরম বিতরণ হয়েছে।

অন্যদিকে ফজলুল হক মুসলিম হল, স্যার এ এফ রহমান হল, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হল ও কুয়েত মৈত্রী হল থেকে কেউ মনোনয়ন ফরম সংগ্রহ করেননি।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
এসকেবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।