ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৯
রূপগঞ্জে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় নিখোঁজের একদিন পর রফিকুল ইসলাম (৪০) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রফিকুল ইসলাম বেলদী দুয়ারা এলাকার শাহাজাহান সিরাজের ছেলে। তিনি দুয়ারা বাজারের মুদি দোকানি ছিলেন।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বেলদী দুয়ারা এলাকার এমএবি ইটভাটা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের স্বজনদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন বাংলানিউজকে জানান, সোমবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় পাওনা টাকা আনার কথা বলে বাড়ি থেকে বের হন রফিকুল ইসলাম। এরপর রাতে আর বাড়ি ফেরেননি। মঙ্গলবার বেলা ১১টায় এমএবি ইটভাটার পাশের একটি পরিত্যক্ত ঘরে রফিকুল ইসলামের মরদেহ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা যাচ্ছে,  শ্বাসরোধে তাকে হত্যা করে মরদেহ এখানে ফেলে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইটভাটর তিন শ্রমিক জাহাঙ্গীর, পিন্টু দাস ও মোতালিবকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।