ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বকশীগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৯
বকশীগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আরিফুর রহমান পাভেলকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম ওই প্রার্থীকে জরিমানা করেন।  

ইউএনও এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম বাংলানিউজকে জানান, রোববার রাতে এক উঠান বৈঠকে ভোটারদের ১০টি অ্যাম্বুলেন্স দেওয়ার আশ্বাস দেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী পাভেল।

এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। পরে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই প্রার্থীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান সরকার উপস্থিত ছিলেন।  
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।