ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে ছোরাসহ দুই ভুয়া সাংবাদিক আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৯
সিলেটে ছোরাসহ দুই ভুয়া সাংবাদিক আটক আটক ভুয়া ২ সাংবাদিক, ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেটে দুই সাংবাদিক পরিচয়দানকারী দুই যুবককে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১টি ছোরা ও নগদ ৪০ হাজার টাকা জব্দ উদ্ধার করা হয়। এছাড়া তাদের ব্যবহৃত নাম্বারবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।

বুধবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সিলেটের খাসদবির এলাকা থেকে তাদের আটক করে এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা ফাঁড়ি পুলিশ।

আটক দুইজন হলেন- বাদামবাগিচা এলাকার মৃত ফারুক মিয়ার ছেলে মো. ইমন (২৩) ও একই এলাকার আমীর আলীর ছেলে ইমরান হোসেন (২২)।

আম্বরখানা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাতেন বাংলানিউজকে বলেন, ঘটনাস্থলে তাদের সন্দেহজনক ঘোরাফেরায় সময় তাদের আটক করা হয়। এসময় তারা মাতৃজগত নামে একটি পত্রিকার পরিচয় দেয় এবং মোটরসাইকেলেও ‘মাতৃজগত’ লেখা স্টিকার লাগানো থাকলেও সাংবাদিকতার কোনো প্রমাণ সংক্রান্ত কোনো কাগজ বা পরিচয়পত্র দেখাতে পারেনি।

পুলিশ জানায়, আটকের পর ছাড়া পেতে নিজেদের স্বেচ্ছাসেবক লীগ নেতা স্থানীয় এক কাউন্সিলরের গ্রুপের কর্মী বলেও পরিচয় দেয়।

সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহাদাত হোসেন দাবি করেছেন, তাদের কাছ থেকে ২০ হাজার টাকা ও ধারালো একটি ছোরা উদ্ধার করা হয়েছে। তারা প্রেস লেখা মোটরসাইকেল নিয়ে ছিনতাই করতো বলে ধারণা করছেন তিনি। এ ব্যাপারে তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৯
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।