ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মাতৃভাষা দিবসে সিলেট কর অঞ্চলের রক্তদান কর্মসূচি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৯
মাতৃভাষা দিবসে সিলেট কর অঞ্চলের রক্তদান কর্মসূচি কর্মসূচিতে বক্তব্য রাখছেন কর অঞ্চল কমিশনার আবু হান্নান দেলওয়ার হোসেন। ছবি: বাংলানিউজ

সিলেট: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রক্তদান কর্মসূচির আয়োজন করেছে সিলেট কর অঞ্চল এবং কর আইনজীবী সমিতি।

বুধবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নগরের হাউজিং এস্টেটে কর অঞ্চল সিলেট কার্যালয়ের সামনে দিনব্যাপী রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির উদ্বোধন করেন কর অঞ্চল কমিশনার আবু হান্নান দেলওয়ার হোসেন।

 

উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুপুরে মাতৃভাষা দিবস উপলক্ষে আয়কর আইনজীবী সমিতি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন কর কমিশনার আবু হান্নান দেলওয়ার হোসেন।

মহান ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ৬ দফা থেকে শুরু করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একাত্তরের মহান মুক্তিযোদ্ধ, সবই একই সুতোয় গাঁথা। এর সবই হয়েছে মানুষের মধ্যে দেশাত্ববোধ জাগ্রত হওয়াতে।

তিনি বলেন, রক্তদান কর্মসূচির মতো অনুষ্ঠানের মাধ্যমে দেশাত্ববোধ জাগ্রত করতে হবে। দেশাত্মবোধ জাগ্রত হলে কাঙ্খিত লক্ষ্য তথা দেশের উন্নয়ন করা সম্ভব। কেননা, যেকোনো সমস্যার মূলে হচ্ছে দেশাত্ববোধের ঘাটতি। তাই মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।

কর কমিশনার বলেন, কর অঞ্চলের অন্যতম কাজ হচ্ছে জনসংযোগ বাড়ানো উদ্বুদ্ধ করা। ব্যতিক্রমধর্মী এ ধরনের কার্যক্রম যতোই করবো, ততোই জনসংযোগ বাড়বে। মানুষ কর দিয়ে দেশের উন্নয়নে সামিল হবে।

আয়কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল ফজলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ওসমানী মেডিকেল কলেজের হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক এস এম হাবিবুল্লাহ সেলিম, সিলেট মেট্রোপলিটন চেম্বারের সভাপতি হাসিন আহমদ, যুগ্ম কর কমিশনার পঙ্কজ লাল সরকার ও শাহেদ আহমদ চৌধুরী, ইকবালুর রহমান।

অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল আলীম পাঠানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কর পরিদর্শক সালেহ আহমদ, অ্যাডেভোকেট কামাল আহমদ, ওসমানী মেডিকেল কলেজ সন্ধানী রক্ত পরিসঞ্চালন কমিটির সভাপতি শাহজাহান আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৯
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।