ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

১৭ ভাষা সৈনিককে সম্মাননা দেবে কিশোরগঞ্জ জেলা প্রশাসন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
১৭ ভাষা সৈনিককে সম্মাননা দেবে কিশোরগঞ্জ জেলা প্রশাসন

কিশোরগঞ্জ: একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কিশোরগঞ্জের ১৭ জন ভাষা সৈনিককে সম্মাননা দেবে জেলা প্রশাসন। 

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কিশোরগঞ্জ পুরনো স্টেডিয়ামে আয়োজিত বইমেলায় সম্মননা ক্রেস্ট দেওয়া হবে বলে জেলা প্রশাসন সূত্র জানিয়েছে।

ভাষা আন্দোলনে অবদান রাখায় প্রয়াত ১৫ জনসহ যে ১৭ জনকে সম্মাননা দেওয়া হচ্ছে তারা হলেন-বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলাম, প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, সাবেক সংসদ সদস্য প্রয়াত আশরাফ উদ্দিন আহমেদ, প্রয়াত আবু তাহের খান পাঠান, প্রয়াত এ বি মহিউদ্দিন আহম্মদ (বিএ) ওরফে গোলাম মাওলা, প্রয়াত কাজী ঈশা, সাবেক সংসদ সদস্য প্রয়াত একেএম শামসুল হক ওরফে গোলাপ মিয়া, প্রয়াত কাজী আব্দুল বারী, প্রয়াত বদরউদ্দিন হোসাইন, প্রয়াত কমরউদ্দিন হোসাইন, প্রয়াত মিছিরউদ্দীন আহমেদ, প্রয়াত মহিউদ্দিন আহম্মেদ, প্রয়াত মো. আমিনুল হক, প্রয়াত অ্যাডভোকেট এম এ মতিন, প্রয়াত গঙ্গেশ সরকার এবং ডা. এ এ মাজাহারুল হক ও মুহম্মদ আবু সিদ্দীক।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।