ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ডিবি পুলিশের ধাওয়া খেয়ে মেঘনায় ঝাঁপ, যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
ডিবি পুলিশের ধাওয়া খেয়ে মেঘনায় ঝাঁপ, যুবকের মৃত্যু

কুমিল্লা: কুমিল্লার মেঘনা উপজেলায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের ধাওয়া খেয়ে মেঘনা নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ গেল রাশেদ (২৫) নামের এক যুবকের।

পুলিশের দাবি, তিনি একজন মাদক বিক্রেতা। এ সময় স্বপন ও হৃদয় নামে দুই যুবককে আটক করে ঢাকা থেকে আসা ডিবি পুলিশের একটি দল।

বুধবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ওমরাকান্দি ব্রিজের উপর এ ঘটনা ঘটে।

নিহত রাশেদ উপজেলার বড়কান্দা ইউনিয়নের জলারপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি বড়কান্দা চৌরাস্তার মাথায় মুদি দোকান করতেন।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বাংলানিউজকে জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার একটি দল গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে মাদক ব্যবসায়ীরা। এ সময় ২ মাদক ব্যবসায়ীকে আটক করলেও ওমড়াকান্দি ব্রিজ থেকে রাশেদ নামে একজন নিচে লাফ দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যায়।

ওসি আরও জানান, রাশেদের বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।