ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ১০ হাজার একর জমি উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
রাজধানীতে ১০ হাজার একর জমি উদ্ধার উচ্ছেদ অভিযান, ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ।

এ সময় ভাষানটেক, দামালকোর্ট, কলেজেরটেক, নিরব রোড, সৌখিন রোড এলাকায় প্রায় দশ হাজার একর জমি থেকে প্রায় ৫ হাজার খুপরি ঘর ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) ও বুধবার মিলে মোট ১৫ হাজার ঘর উচ্ছেদ করা হয়।

বুধবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দুইদিনের এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জাতীয় গৃহায়নের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজিম উর রহমান।

ম্যাজিস্ট্রেট মো. তাজিম উর রহমান বাংলানিউজকে বলেন, ‘অলমোস্ট ডান’। প্রায় দশ হাজার একর জমি থেকে উচ্ছেদ করা হয়েছে। সরকারি গৃহ সূচনা প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে দ্রুতই। নিম্ন-মধ্য আয়ের এর পরিবারের মানুষদের মধ্যে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে। উচ্ছেদ অভিযানের কারণে এলাকায় মাদকের প্রভাব একটু হলেও কমে। ঠিকাদার কোম্পানিগুলোকে প্রকল্পের কাজ খুব দ্রুতই বুঝিয়ে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৯
এমএমআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।