ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ভেড়ামারা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
ভেড়ামারা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন ভেড়ামারা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন করা হয়েছে। ছবি-বাংলানিউজ

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা চত্বরে ভেড়ামারার মনির গ্রুপের অর্থায়নে নির্মিত কেন্দ্রীয় এ শহীদ মিনার উদ্বোধন করা হয়। সেই সঙ্গে দুইদিনব্যাপী বইমেলারও উদ্বোধন করা হয় এসময়।

ভেড়ামারা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার ও বইমেলার উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন। পরে এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।  

ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন এলজিইডি নির্বাহী প্রকৌশলী এএসএম শাহেদুর রহিম, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকারুজ্জামান মিঠু, ভেড়ামারা পৌরসভার মেয়র শামিমুল ইসলাম ছানা, শহীদ মিনার নির্মাণ পৃষ্ঠপোষক মনির গ্রুপের চেয়ারম্যান মনিরুল ইসলামসহ অনেকে।  

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।