ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে ১৪ তলা থেকে পড়ে ২ শ্রমিক আহত

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
ঈশ্বরদীতে ১৪ তলা থেকে পড়ে ২ শ্রমিক আহত

ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক প্রকল্পের গ্রিন সিটির নির্মাণাধীন ১৪ তলা ভবন থেকে পড়ে দুই শ্রমিক আহত হয়েছেন। 

বুধবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের নতুনহাট গ্রিন সিটির নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- কুড়িগ্রাম সদর উপজেলার ভেলাকুপা গ্রামের মোমেন আলীর ছেলে আল আমিন (২০) ও একই গ্রামের সাহাবুদ্দিনের ছেলে সাজু মিয়া (১৮)।

তারা রূপপুর গ্রিন সিটির পদ্মা অ্যাসোসিয়েট লিমিটেডের নির্মাণ শ্রমিক। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।  

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।      

শ্রমিক ও গ্রিন সিটির একাধিক সূত্র জানায়, দুপুরে গ্রিন সিটির নির্মাণাধীন একটি ২০ তলা ভবনের ১৪ তলা থেকে ওই দুই শ্রমিক নিচে পড়ে গুরুতর আহত হন। এ অবস্থায় প্রথমে তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।