ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ফেনী শহীদ মিনারে জনতার স্রোত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
ফেনী শহীদ মিনারে জনতার স্রোত শহীদ মিনার প্রাঙ্গণে মানুষের ঢল, ছবি: বাংলানিউজ

ফেনী: ভাষাশহীদদের সম্মান জানাতে একুশের প্রথম প্রহরে ফেনী শহীদ মিনারে হাজারও মানুষের ঢল নেমেছে। সর্বস্তরের মানুষের পদচারণায় মুখরিত হয় শহীদ মিনার প্রাঙ্গণ।

একুশের প্রথম প্রহবে বুধবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টা ১ মিনিটে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের বেদি ভাষার জন্য প্রাণ দেওয়া সৈনিকদের প্রতি শ্রদ্ধার ফুলে ফুলে ভরে যাচ্ছে।

এসময় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন ফেনী সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ জাহানারা বেগম সুরমা, ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী, জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন।

এছাড়া ফেনী সরকারি কলেজ, ফেনী পৌরসভা, ফেনী প্রেসক্লাব, ফেনী রিপোর্টার্স ইউনিটি, জেলা আইনজীবী সমিতি, মুক্তিযোদ্ধা সংসদ, বিএমএ, শিল্পকলা একাডেমি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বাসদসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা পুস্পস্তবক অর্পণ করেন।

বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।