ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

প্রাপ্য সম্মান চায় ভাষাশহীদ জব্বারের পরিবার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
প্রাপ্য সম্মান চায় ভাষাশহীদ জব্বারের পরিবার শহীদ মিনারে ভাষাশহীদ আব্দুল জব্বারের পরিবারের সদস্যদের শ্রদ্ধা, ছবি: ডিএইচ বাদল

কেন্দ্রীয় শহীদ মিনার থেকে: সালাম, বরকত, রফিক, জব্বারসহ মানুষের ত্যাগের বিনিময়ে অর্জিত বাঙালি জাতির ভাষার অধিকার।

একুশের প্রথম প্রহরে বুধবার (২০ ফেব্রুয়ারি) রাতে সর্বস্তরের মানুষের সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভাষাশহীদ আব্দুল জব্বারের পরিবারের সদস্যরা।
 
আব্দুল জব্বারের সম্পর্কে ‘ভাতিজা’ আহনাফ সাকিব বাংলানিউজকে বলেন, আসলেই ভাষাশহীদ আব্দুল জব্বারের পরিবারের সদস্য হিসেবে আমাদের যে সম্মানটুকু প্রাপ্য হওয়ার কথা ছিল তা পাই না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের পক্ষে অনেক কাজ করেছেন। ওনি হয়তো আমাদের বিষয়টি অবগত নয়। জানলে সহযোগিতা করবেন।

অপর দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদি শ্রদ্ধার ফুলে ফুলে পূর্ণ হয়ে গেছে। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) সদস্যরা সারিবদ্ধভাবে ফুলগুলো সাজিয়ে রাখছেন। শহীদ মিনার অভিমুখী লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন হাজারো মানুষ। মঞ্চ থেকে নাম ঘোষণার পর থেকে তারা ব্যানার গুটিয়ে বিনম্রভাবে শহীদদের স্মরণ করছেন। এদিন বাঙালিরা ছাড়াও বাইরের অনেকে শ্রদ্ধা জানিয়েছেন। নেপালের ত্রিভূবন ইউনিভার্সিটির ১৫ সদস্যদের একটা দলও শহীদ মিনারে আসেন। অনেকে নিয়ে নিয়ে এসেছেন শিশু সন্তান। অধিকাংশেই বহন করছেন ৫২ সালের একুশে ফেব্রুয়ারি স্মৃতিচিহ্ন।

** প্রথম প্রহরে ফুলেল শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ

বাংলাদেশ সময়: ০৪৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
এসকেবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।