ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রংপুরে পিকনিকের বাসের ধাক্কায় দুই ভাই নিহত

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
রংপুরে পিকনিকের বাসের ধাক্কায় দুই ভাই নিহত

রংপুর: রংপুরের বদরগঞ্জে একটি পিকনিক-বাসের ধাক্কায় শাহিন আহম্মেদ (২১) ও ফারুক আহম্মেদ (২০) নামে দুই ভাই নিহত হয়েছেন। 

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মধুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) এরশাদ ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

শাহিন আহম্মেদ উপজেলার মধুপুর দলপাড়া (কাজিপাড়া) গ্রামের সামসুল হকের ও ফারুক আহম্মেদ রাজু মিয়ার ছেলে।

সম্পর্কে দু’জন চাচাতো ভাই।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়িতে আত্মীয় আসায় কেনাকাটা করতে শাহিন ও ফারুক মোটরসাইকেলযোগে বদরগঞ্জ বাজারে যান। বাজার থেকে বাড়ি ফেরার পথে এরশাদ ব্রিজ নামক এলাকায় পৌঁছলে রাজশাহী থেকে আসা পিকনিকের একটি বাস (ঢাকা মেট্রো জ ১৪-০-৪৩৭) তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।  
 
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বাংলানিউজকে জানান, ঘাতক বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ