ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে প্রতিপক্ষের লাঠির আঘাতে নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
জয়পুরহাটে প্রতিপক্ষের লাঠির আঘাতে নারী নিহত গ্রেফতারকৃত মতিয়র রহমান

জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলার হানাইল গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে আকলিমা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন। 

এ ঘটনায় নিহতের ছেলে রলিম সাকিদার জয়পুরহাট থানায় একটি মামলা দায়ের করলে শনিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে জয়পুরহাট সদর থানা পুলিশ মতিয়র রহমান (৩৬) নামে একজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মতিয়র রহমান সদরের কড়ই মাদ্রাসা পাড়ার বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে।

 
 
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে নিজ বসত ভিটার ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে প্রতিপক্ষ ফরিদুল, মতিয়র, রেজুয়ান, রতিবুল ও বকুল প্রায় ১৪-১৫ জন অচেনা মানুষকে নিয়ে আকলিমার ওপর হামলা চালায়। এ সময় তারা লাঠি দিয়ে বেদম মারধর করলে আকলিমা গুরুতর আহত হন।  

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করলে শনিবার সকালে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় পৃথক দু’টি মামলা দায়ের হলে পুলিশ ইতোমধ্যেই মতিয়র নামে একজনকে গ্রেফতার করেছে।  

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘন্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।