ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করা হবে 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করা হবে  সংবর্ধনা অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ছবি: বাংলানিউজ

নওগাঁ: শিগগিরই দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করা হবে, প্রয়োজনে সরকারিভাবে সব রকম সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ক্ষুদ্র জাতি গোষ্ঠির আয়োজনে তাকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে মন্ত্রী এ কথা বলেন।  

মন্ত্রী বলেন, স্কুল-কলেজ-মাদ্রাসাসহ সব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার তৈরি করা হবে।

 

মন্ত্রী আরও বলেন- ক্ষুদ্র জাতি গোষ্ঠির মানুষকে তাদের নিজস্ব ভাষায় শিক্ষিত করতে প্রয়োজনে ১০০ মার্কের বর্ণমালার ব্যবস্থা করা হবে।  

এ পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট জনগোষ্ঠির সহযোগিতা কামনা করেন তিনি। এর আগে তিনি নিয়ামতপুর উপজেলা পরিষদ চত্বরে একটি শহীদ মিনার নির্মাণের উদ্বোধন করেন।

এসময় সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহাফুজ রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক কালাম হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।