ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মোংলায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
মোংলায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাট: বাগেরহাটের মোংলা উপজেলায় গলায় জাহাঙ্গীর হোসেনের (১৮) নামে এক যুবকের যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এর আগে শুক্রবার (২২ ফেব্রুয়ারি) দিনগত রাতে নিজ ঘরে ওই যুবক গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়।

নিহত জাহাঙ্গীর মোংলা পৌর শহরের ট্রের্ডাস মসজিদ ক্রস রোডের বাসিন্দা দিনমজুর জামাল হোসেনের ছেলে।

প্রতিবেশীরা জানান, ওই এলাকার একটি মেয়েটিকে পছন্দ করতো জাহাঙ্গীর। শুক্রবার বিকেলে মেয়েটিকে আইসক্রিম কিনে দিয়ে বিয়ের প্রস্তাব দেয়। তাতে রাজি না হলে মেয়েটির ওড়না রেখে দেয় ছেলেটি। পরে রাতে ওই ওড়না গলায় পেঁচিয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে জাহাঙ্গীর।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার বিষয়ে কোনো অভিযোগ করতে রাজি হয়নি। তবে তারা মরদেহ ময়নাতদন্ত ছাড়া দাফন করতে চেয়েছিল।  

রহস্য উদঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত বলা যাবে বলেও জানান পুলিশে এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।