ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

‘রোহিঙ্গাদের হামলার ঘটনা দুঃখজনক’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
‘রোহিঙ্গাদের হামলার ঘটনা দুঃখজনক’ অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। ছবি: বাংলানিউজ

সিলেট: কক্সবাজারের শরণার্থী ক্যাম্পে বিদেশি সাংবাদিকদের ওপর রোহিঙ্গদের হামলার ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেছেন, রোহিঙ্গারা নাগরিকত্বহীন জাতি, তাই তারা এত উগ্র। শিগগির নিরপদে তাদের নিজভূমি রাখাইনে  ফেরত পাঠানো হবে।


 
শনিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে নগরের মিরাবাজার মডেল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।  


ড. মোমেন বলেন,  সিলেট নগরে ফ্রি ওয়াই-ফাই সেবা দেওয়া হবে। এতে ছেলে-মেয়েরা উপকৃত হবে। তারা যেখানে যাবে, সেখানেই ফ্রী ওয়াই-ফাই সেবা পাবেন।
 
মিরাবাজার মডেল হাই স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ ও বেসরকারি সংস্থা সীমান্তিকের চিফ পেট্রন ড. আহমদ আল কবীর প্রমুখ।  
 
গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি)  সকালে  উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে তিন বিদেশি সাংবাদিকসহ পাঁচজনের ওপর হামলা চালায় রোহিঙ্গারা। এ সময় তাদের সঙ্গে থাকা ক্যামেরা, ল্যাপটপ ও বহনকারী মাইক্রোবাসও ভাঙচুর করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
এনইউ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।