ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে জাতীয় সঞ্চয় সপ্তাহে র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
নোয়াখালীতে জাতীয় সঞ্চয় সপ্তাহে র‌্যালি জাতীয় সঞ্চয় সপ্তাহে র‌্যালি। ছবি: বাংলানিউজ

নোয়াখালী: ‘সঞ্চয় সমৃদ্ধির সোপান’ স্লোগানে সাত দিনের জাতীয় সঞ্চয় সপ্তাহের উদ্বোধন উপলক্ষে নোয়াখালীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু ইউসুফ ও অতিরিক্ত পুলিশ সুপার ফাহিমা কাদের চৌধুরীর নেতৃত্বে একটি র‌্যালি বের হয়।  

সঞ্চয় ব্যুরো নোয়াখালী কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সঞ্চয় ব্যুরো কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদুর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু ইউসুফ।  

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কাজী রফিকুল্লাহসহ অনেকে।  

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।