ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শিশু একাডেমির সামনে গাছ পড়ে নিহত বেড়ে ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
শিশু একাডেমির সামনে গাছ পড়ে নিহত বেড়ে ২ রাস্তার ওপরে নারকেল গাছ পড়ে আছে, ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর শাহবাগ শিশু একাডেমি এলাকাতে গাছ পড়ার ঘটনায় আহত অবস্থায় শাহেরা খাতুন স্বপ্না (২৫) নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহত সংখ্যা বেড়ে দুইজন হয়েছে।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১২টার দিকে একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্বপ্নার মৃত্যু হয়।

এর আগে শুক্রবার (২২ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে বইমেলা থেকে যাওয়ার পথে বাংলা একাডেমির সামনে স্বপ্নাসহ বেশ কয়েকজনের ওপরে আকস্মিক একটি নারকেল গাছ ভেঙে পড়ে যায়।

পরে সেদিনই হাসপাতালে মিতু ঘোষ (২২) নামে এক নারী নিহত হন।

নিহত স্বপ্না মা-ভাইয়ের সঙ্গে রাজধানীর মুগদায় নিজেদের বাসায় থাকতেন। তাদের বাসার ভাড়াটিয়া তামজিদ রনি বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন>> শিশু একাডেমির সামনে গাছ পড়ে নারীর মৃত্যু, আহত ৭

এদিকে, এ ঘটনায় আহতরা হলেন- নিহত মিতুর হবু স্বামী ধনঞ্জয়সহ মহসিন (২১), খোরশেদ আলম (৫৫), তার স্ত্রী সেলিনা আলম (৩৭) ও দুই মেয়ে সেহরীন আলম (২০), সাজরিন আলম (৮)।

বাংলাদেশ সময়: ০৪২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
এমএমআই/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।