ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ৩ মাদকবিক্রেতা আটক 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
ময়মনসিংহে ৩ মাদকবিক্রেতা আটক  আটক মাদকবিক্রেতারা

ময়মনসিংহ: ময়মনসিংহে পৃথক অভিযান চালিয়ে তিন মাদকবিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ৮০টি নেশাজাতীয় ক্যান ও ৫শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

আটকেরা হলেন-চঞ্চল মিয়া (১৯), মজিবুর রহমান (৪০) ও মোছা. মৌসুমী (৩০)।

রোববার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

     

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, শনিবার (২৩ ফেব্রুয়ারি) বিশেষ অভিযান চালিয়ে ভালুকা উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকা ও পাগলা থানার গয়েশপুর এলাকা থেকে তিন মাদকবিক্রেতাকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯ 
এমএএএম/আরআর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।