ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআই’র মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআই’র মামলা

ঢাকা: ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে রাজধানীর কদমতলী ও হাটখোলা রোড এলাকায় চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

রোববার (২৪ ফেব্রুয়ারি) বিএসটিআই’র সার্ভিল্যান্স দল এ মামলা দায়ের করে।

বিএসটিআই’র অভিযোগে বলা হয়েছে, কদমতলী এলাকার মেসার্স ফাতেমা আয়রন স্টোর ও মেসার্স নির্মাণ ট্রেডিং করপোরেশন বিএসটিআই থেকে ডিজিটাল প্লাটফর্ম স্কেলের ভেরিফিকেশন সনদ গ্রহণ না করে ব্যবসা পরিচালনার অপরাধে তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।

 

এছাড়া হাটখোলা রোডের টিকাটুলি এলাকার মেসার্স আদি বনফুলে ব্যবহৃত ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন সনদ না থাকায় ও চৌধুরী শপিংমলের মেসার্স গুলজার হোসেন ক্লথ স্টোর কাপড় পরিমাপে মিটারের পরিবর্তে গজ কাঠি ব্যবহার করায় তাদের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়।  
 
অভিযানে নেতৃত্ব দেন বিএসটিআই’র সহকারী পরিচালক রেজাউল করিম, মোন্নাফ হোসেন, পরিদর্শক লিয়াকত হোসেন ও বিল্লাল হোসেন।
 
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
এসই/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।