ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ঘাটাইলে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
ঘাটাইলে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পানিতে ডুবে চাচাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ফুলমালিরচালা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- ফুলমালিরচালা গ্রামের আব্দুল হালিমের ছেলে সাফি (৪) ও হাবিবুর রহমানের ছেলে রাফি (৪)।  

নিহত দুই শিশুর চাচা আরিফ হোসেন বাংলানিউজকে জানান, সাফি ও রাফি দু’জনই ফুলমালির চালা ফজর আলী আলিম মাদ্রাসার নূরানী বিভাগের ছাত্র।

মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পর সকাল ১১টার দিকে তারা পাশেই তার বড় চাচা হারুনের বাড়ি যাওয়ার পথে পুকুরে পড়ে যায় বলে ধারণা করা হয়। খোঁজাখুজির একপর্যায়ে দুপুর একটার দিকে বাড়ির পাশের পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে পরিবারের লোকজন উদ্ধার করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।