ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে হামলা-ভাঙচুর, প্রতিবন্ধী স্বামীসহ স্ত্রী আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
রূপগঞ্জে হামলা-ভাঙচুর, প্রতিবন্ধী স্বামীসহ স্ত্রী আহত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় প্রতিবাদ করায় প্রতিবন্ধী স্বামীসহ স্ত্রীকে পিটিয়ে আহত করা হয়েছে। 

রোববার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।  

প্রতিবন্ধী ছলিম উদ্দিন জানান, তার বাড়ি রূপগঞ্জ উপজেলার মাছিমপুর এলাকায়।

সেখানে তিনি মুদি ও মনোহরী ব্যবসা করেন। স্ত্রীসহ তার সংসারে তিন মেয়ে আছে। পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে একই এলাকার আব্দুল মালেকের ছেলে ফারুক ও ইকবালের ছেলে শান্তর সঙ্গে তার পরিবারের সদস্যদের বিরোধ চলছিলো। সকালে ফারুক ও শান্তসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করেন। এ সময় প্রতিবাদ করায় তাকে ও তার স্ত্রী চাঁন বানুকে পিটিয়ে আহত করেন তারা।  

হামলাকারীরা তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রায় সোয়া তিন লাখ টাকার মালামাল লুটপাট করেছেন বলেও অভিযোগ করেন প্রতিবন্ধী ছলিম।  

এ ব্যাপারে কোনো প্রকার বাড়াবাড়ি বা মামলা করলে তাকেসহ তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়েছেন প্রতিপক্ষের লোকজন বলেও জানান প্রতিবন্ধী ছলিম।  

এ ব্যাপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা দাবি তাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা বলে দাবি করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল হক বাংলানিউজকে বলেন, এ ধরনের ঘটনার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।