ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাজনীতিতে না এলে সাংবাদিকতাই করতাম: তন্ময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
রাজনীতিতে না এলে সাংবাদিকতাই করতাম: তন্ময় বক্তব্য রাখছেন শেখ সারহান নাসের তন্ময়। ছবি: বাংলানিউজ

বাগেরহাট: বাগেরহাট ২ (সদর ও কচুয়া) আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় বলেছেন, আমি সাংবাদিকতার ওপর পড়াশোনো করেছি। ইউনিভার্সিটিতে থাকাকালীন অনেক লেখালেখি করেছি। সাংবাদিকদের সঙ্গে আমার সম্পর্ক অনেক ভাল। রাজনীতিতে না এলে আমি সাংবাদিকতাই করতাম। সারাজীবন স্বাধীনতার পক্ষে লিখতাম।

রোববার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে বাগেরহাট প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমি জানি ব্যাড নিউজ ইজ গুড নিউজ।

তারপরও আপনাদের বলব নেগেটিভ সংবাদের পাশাপাশি, অবশ্যই পজেটিভ সংবাদ পরিবেশন করবেন। আমরা যে উন্নয়ন কাজের পরিকল্পনা নিয়েছি, তা ধারাবাহিকভাবে বাস্তবায়ন হবে।  

তিনি বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশ নিয়ে যে স্বপ্ন দেখছেন, যে উন্নয়ন করছেন তার এই স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন। বর্তমানে দেশের যে উন্নয়ন হয়েছে তা বিশ্ববাসীর কাছে অনুকরণীয়।

বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাড. মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদার, সহ-সাধারণ সম্পাদক শেখ আজমল হোসেন প্রমুখ।  

মতবিনিময় সভায় বাগেরহাটে কর্মরত অর্ধশতাধিক সংবাদকর্মী অংশ নেন।

মতবিনিময় সভার আগে সংসদ সদস্য শেখ তন্ময় বাগেরহাট প্রেসক্লাবের আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পরে স্বাধীনতা উদ্যানে দলীয় মতবিনিময় সভায় যোগ দেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।