ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

জাতীয়

প্লেন ছিনতাই চেষ্টাকারী আটক, যাত্রী-ক্রু সবাই নিরাপদ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১৯, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
প্লেন ছিনতাই চেষ্টাকারী আটক, যাত্রী-ক্রু সবাই নিরাপদ বিমানের দুবাইগামী ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা হয়। ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্লেনটি ছিনতাইয়ের চেষ্টাকারীকে আটক করা হয়েছে। তবে ওই ব্যক্তির পরিচয় এখনও জানানো হয়নি। আর প্লেনের পাইলট ও ক্রু এবং যাত্রীরা সবাই নিরাপদে রয়েছেন।  

রোববার (২৪ ফেব্রুয়ারি) বিমানবন্দরে এক ব্রিফিংয়ে বিমান বাহিনীর এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান এ কথা জানান।  

তিনি বলেন, ঘটনার পরপরই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমরা যেভাবে নির্দেশনা পেয়েছি।

সেভাবেই জানমালের  রক্ষা করে ছিনতাইয়ের চেষ্টাকারীকে আটক করা হয়েছে।  

‘তাকে জিজ্ঞাসাবাদ চলছে। পাশাপাশি পরিচয় জানার চেষ্টাও চলছে। তবে প্লেনের কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সবাই সুস্থ রয়েছেন। ’

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিমান বাহিনীর এই কর্মকর্তা বলেন, ‘হয়তো বা সে (প্লেন ছিনতাইয়ের চেষ্টাকারী) মানসিকভাবে অসুস্থ হতে পারে। আমরা জানি না। তদন্ত ও জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের পরই মূলত এ বিষয়ে বলা যাবে।  

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সে প্লেনটি হাইজ্যাক করার চেষ্টা করেছিল। সে (প্লেন ছিনতাইয়ের চেষ্টাকারী) মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিল। তার পরিবারের সঙ্গে কথা বলতে চেয়েছিল। তবে কারও কোনো ক্ষতি হয়নি। সবাই অক্ষত রয়েছেন। প্লেনেরও কোনো ক্ষতি হয়নি। ’ 


প্লেনের যাত্রী সংখ্যা নিয়ে এয়ার ভাইস মার্শাল মফিদ বলেন, যাত্রী সংখ্যা ছিল ১৩০ এর উপরে। দুবাই যাচ্ছিল প্লেনটি।  

এর আগে সন্ধ্যা ৬টার পর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক বিমানের ‘ময়ূরপঙ্খী’ প্লেন (ফ্লাইট নম্বর বিজি ১৪৭) জরুরি অবতরণ করে। পরে অস্ত্রধারী একব্যক্তি প্লেনটি ছিনতাইয়ের চেষ্টা করে বলে জানা যায়।  

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯ 
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।