ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীমঙ্গলে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
শ্রীমঙ্গলে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রিয়াজ মিয়া (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
 

রোববার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার শাপলাবাগ আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিয়াজ মিয়া উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের পুরান গাঁও এলাকার রাজ্জাক মিয়ার ছেলে।

পুলিশ জানায়, বিকেলে রিয়াজ মিয়া শহরের শাপলাবাগ এলাকার তেজেন্দ্র ধরের বাড়ির দুই তলায় কাজ করছিলেন। এসময় তিনি অসাবধানতাবশত দুই তলা থেকে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন হাজরা বাংলানিউজকে জানান, রিয়াজের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।