ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বড়াইগ্রামে অগ্নিকাণ্ডে ১৬ বসতঘর ভস্মীভূত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
বড়াইগ্রামে অগ্নিকাণ্ডে ১৬ বসতঘর ভস্মীভূত

নাটোর: নাটোরের বড়াইগ্রামে অগ্নিকাণ্ডে পাঁচটি বাড়ির ১৬টি বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। 

রোববার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নগর ইউনিয়নের নগর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  

নগর ইউনিয়ন (ইউপি) পরিষদের চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন ডালু বাংলানিউজকে জানান, বিকেলে নগর গ্রামের মাতেব আলী মণ্ডলের ঘরে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

এতে মুহূর্তের মধ্যে  আগুন পাশের শুকুর আলী, বেনু বেগম, আবেদ আলী ও তালিম হোসেনের বাড়িতে ছড়িয়ে পড়ে।  

খবর পেয়ে বনপাড়া থেকে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ওই পাঁচটি বাড়ির ১৬টি ঘরসহ মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এতে অন্তত ১২ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।