ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সিলেট ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
সিলেট ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন নিহত শাহেদ আহমদ

সিলেট: সিলেটে শাহেদ আহমদ (১৬) নামে এক স্কুলছাত্র ছুরিকাকাঘাতে খুন হয়েছে। 

রোববার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯টায় নগরের হাউজিং এস্টেট এলাকায় এ ঘটনা ঘটে।  

নিহত শাহেদ আহমদ নগরের চৌখিদেখি ৫৪ নম্বর বাসার আব্দুল খালিকের ছেলে ও হাউজিং এস্টেট ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণীর ছাত্র।

 

স্থানীয়রা জানান, ঘটনার সময় এক বন্ধুর জন্মদিনের অনুষ্ঠান থেকে ফিরছিল শাহেদ। পূর্ব শত্রুতার জের ধরে তার বুকে ও গালে ছুরিকাঘাত করে কয়েক যুবক। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসএমপির বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহাদাত হোসেন বাংলানিউজকে বলেন, খুনের ঘটনা জানতে পেরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  

বাংলাদেশ সময়: ২৩৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
এনইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।