ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে পুলিশের উপর হামলা, আটক ৭

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
সিলেটে পুলিশের উপর হামলা, আটক ৭

সিলেট: সিলেটের ফেঞ্চুগঞ্জে ধর্ষণ মামলার আসামি ধরতে গিয়ে দুই পুলিশ আহত হয়েছেন। এ ঘটনায় ৭ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের বাদেদেউলী গ্রামে এ ঘটনা ঘটে।  

স্থানীয় সূত্র জানায়, গৃহবধূকে ধর্ষণের অভিযোগে একই গ্রামের সেলু মিয়াকে আটক করতে অভিযান চালায় পুলিশ।

এসময় সেলু মিয়ার বাড়ি ঘেরাও করলে আসামিপক্ষের লোকজন পুলিশের উপর হামলা চালায়।  

এতে থানার উপ সহকারী পরিদর্শক (এএসআই) বিপ্রেস রঞ্জন দাস ও এক কনস্টেবল আহত হন। তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

পরে পুলিশ ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করেছে। তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম পাওয়া যায়নি।  

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, ধর্ষণ মামলার আসামিকে ধরতে গেলে পুলিশের উপর হামলা করা হয়। হামলার ঘটনায় জড়িত আসামিদের আটকে রাতে অভিযান অব্যাহত রাখা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৩৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
এনইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।