ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সাতক্ষীরা: সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় আফসার সরদার (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী আরও দু’জন।

রোববার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শহরের চায়না বাংলা শপিং কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত আফসার সরদার আশাশুনি উপজেলার আরার কাদাকাটি গ্রামের আরশাদ সরদারের ছেলে।

 

আহতরা হলেন, ওই গ্রামের স্বপন দাশ (৩২) ও তার দাদি শাশুড়ি গীতা দাশ (৬০)।  

সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কিশোর কুমার বাংলানিউজকে বলেন, স্বপন দাশ ও তার দাদি শাশুড়ি গীতা দাশ খুলনা রোড মোড় থেকে ডাক্তার দেখিয়ে আফসার সরদারের মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে চায়না বাংলা শপিং কমপ্লেক্সের সামনে পৌঁছালে পিছন দিক থেকে একটি ট্রাক ওভারটেক করার সময় তাদের বহনকারী মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আফসার সরদার নিহত হন। আহত হন তারা দু’জন।  

বাংলাদেশ সময়: ০৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।