ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বোমা মেশিনে বালু উত্তোলন, হুমকিতে মহাসড়ক-স্থাপনা

খোরশেদ আলম সাগর, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
বোমা মেশিনে বালু উত্তোলন, হুমকিতে মহাসড়ক-স্থাপনা বোমা মেশিনে বালু তোলা হচ্ছে। ছবি:বাংলানিউজ

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে অবৈধ বোমা মেশিন দিয়ে বালু উত্তোলন করায় হুমকির মুখে পড়েছে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কসহ বেশ কিছু স্থাপনা। 

জানা গেছে, হাতীবান্ধা উপজেলা সদরের মূল শহর ও কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে জেলা পরিষদের একটি পুকুর রয়েছে। পুকুরটির উত্তর পাশে ডাকবাংলো, পশ্চিমে লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক ও পুর্বে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার।

পুকুরটির পশ্চিম পাড় ভেঙে প্রায় প্রতি বছর লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই পুকুরটির চার পাড়ে পাইলিং নিমার্ণ ও পুকুর খননের কাজ করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। পুকুর খনন ও মাটি ভরাটের জন্য ভেকু মেশিন দিয়ে খননের নিয়ম থাকলেও তা না করে অবৈধ বোমা মেশিন দিয়ে বালু উত্তোলন করে জম-জামাট বালু ব্যবসা করছে একটি সিন্ডিকেট।

বোমা মেশিন দিয়ে মাটির ৭০-১০০ ফুট নিচ থেকে বালু উত্তোলন করা হচ্ছে। ফলে পুকুর পাড় বেষ্টিত লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক, কেন্দ্রীয় শহীদ মিনার, ডাকবাংলো, জামে মসজিদসহ অসংখ্য প্রতিষ্ঠান ও বসতবাড়ি হুমকির মুখে পড়েছে। বিষয়টি স্থানীয় প্রশাসন দেখেও না দেখার ভান করছে বলে স্থানীয়দের অভিযোগ।

স্তুপ করে রাখা বালু।  ছবি: বাংলানিউজপ্রশাসনকে জানিয়ে বোমা মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে বলে বাংলানিউজকে জানালেও এ ব্যাপারে কোনো অনুমতিপত্র দেখাতে পারেননি বোমা মেশিনের মালিক আমিনুর রহমান।  


হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন বাংলানিউজকে জানান, বোমা মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগকে ইতোমধ্যে নিদের্শ দেয়া হয়েছে।

জেলা প্রশাসক শফিউল আরিফ বাংলানিউজকে জানান, বোমা মেশিন দিয়ে বালু বা পাথর উত্তোলন সম্পূর্ণভাবে অবৈধ। অবৈধ কাজের কোনো অনুমোদন দেয়া হয় না। তবে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫,  ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।