ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বাঁচানো গেলো না ঢামেকের গোসলখানায় পাওয়া সেই নবজাতককে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
বাঁচানো গেলো না ঢামেকের গোসলখানায় পাওয়া সেই নবজাতককে

ঢাকা: বাঁচানো গেলো না ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের গোসলখানা থেকে উদ্ধার হওয়া সেই মেয়ে নবজাতককে।

রোববার (২৪ ফেব্রুয়ারি) রাতে ঢামেকের পুরনো ভবনের নবজাতক ওয়ার্ডের এনআইসিইউতে (নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি সোমবার (২৫ ফ্রেরুযারি) সকালে বাংলানিউজকে জানিয়েছেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন।

তিনি জানান, গত রোববার (২৪ ফেব্রুয়ারি) ভোরে নবজাতকটিকে নতুন ভবনের মেডিসিন বিভাগের ৫০২ নম্বর ওয়ার্ডের গোসলখানা থেকে উদ্ধার করা হয়েছিল। তারপর তাকে এনআইসিইউতে রাখা হয়। কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় নবজাতকটির মৃত্যু হয়।

চিকিৎসকদের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পরিচালক জানান, শিশুটির ওজন ছিল ৮০০ গ্রাম। পরিপূর্ণ বয়সের আগেই সে ভূমিষ্ঠ হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।