ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় ঝড়ে উড়ে গেছে বসতঘর ও দোকানপাট 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
বরগুনায় ঝড়ে উড়ে গেছে বসতঘর ও দোকানপাট  ঝড়ে ঘরের টিনের চালা উড়ে গিয়ে পুকুরে পড়েছে। ছবি: বাংলানিউজ

বরগুনা: বরগুনায় আকস্মিক ঝড়ে সদর উপজেলার বিভিন্ন স্থানের ঘরবাড়ি ও দোকান উড়ে গেছে। সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে শুরু হওয়া এ ঝড় আধা ঘণ্টা স্থায়ী ছিল।  

এতে বরগুনা সদর ইউনিয়নের দক্ষিণ হেউলিবুনিয়া গ্রামের আল-আমিনের বসতঘর উড়ে গিয়ে পুকুরে পড়ে। অন্যদিকে বরগুনা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের শাহীনের বসতঘর উড়িয়ে নিয়ে গেছে, ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের রায়তবক বাজারের তিনটি দোকান উড়ে ব্যাপক ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।

 
বিধ্বস্ত দোকান ও চালা উড়ে যাওয়া খালি ভিটে।  ছবি: বাংলানিউজ

বরগুনা জেলা প্রশাসক (ডিসি) কবীর মাহমুদ বাংলানিউজকে জানান, ঝড়ের কারণে ক্ষতির পরিমাণ জানার জন্য লোকজন কাজ শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।