ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা: খুলনার ডুমুরিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় জাহিদুল ইসলাম (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে যশোর-চুকনগর সড়কের নরনিয়া নামকস্থানে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। জাহিদুল ইসলাম যশোরের কেশবপুরের ভরত ভায়না ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সহকারী।

পুলিশ সুপার (এসপি) মো. আনিচুর রহমান (জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্বে) বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, জাহিদুল মোটরসাইকেলযোগে যশোরের কেশবপুর থেকে চুকনগরের দিকে যাচ্ছিলেন। চুকনগরের পাশে নরনিয়ায় পৌঁছলে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তবে অনেকে বলছেন, নিহত জাহিদুল যে দিকে যাচ্ছিলেন ট্রাকটিও একই দিকে যাচ্ছিলো। জাহিদুল ট্রাকের পেছনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে তার মৃত্যু হয়।

তবে, এ বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পারেনি।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।