ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নাইক্ষ্যংছড়িতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু, আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
নাইক্ষ্যংছড়িতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু, আহত ৩ নিহত গৃহবধূর বাড়িতে এলাকাবাসীর ভিড়। ছবি: বাংলানিউজ

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বজ্রপাতে জান্নাত আরা (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন একই পরিবারের আরও ৩ সদস্য।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাইশারী ইউনিয়নের দক্ষিণ বাইশারী গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- নিহত গৃহবধূর শাশুড়ি মরিয়ম বেগম (৫০), তার ছেলে এরশাদুল্লাহ (২৫) ও পুত্রবধূ আছমা বেগম (২৩)।

 

প্রত্যক্ষদর্শী গৃহকর্তা আলী আকবর জানান, সকাল সোয়া ৯টার দিকে হঠাৎ ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হলে বাড়ির লোকজন উঠানের জিনিষপত্র ঘরে তুলতে ব্যস্ত ছিল এবং ছেলে এরশাদুল্লাহ ঘরের চালের উপরের টিন ঠিক করছিল। এসময় বজ্রপাত হলে ৪ জন আহত হয়।
 
খবর পেয়ে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে শহিদুল্লাহর স্ত্রী জান্নাত অারার মৃত্যু হয়।
বাকিদের ঈদগাঁও মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।  

বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ একেএম হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।