ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বেলকুচিতে জমি নিয়ে সংঘর্ষে কৃষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
বেলকুচিতে জমি নিয়ে সংঘর্ষে কৃষক নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নুর নবী (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। 

সোমবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের গোপালপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নুর নবী গোপাল গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে।

 

ধুকুরিয়া বেড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহবুবুর রশিদ শামীম বাংলানিউজকে জানান, গোপালপুর গ্রামের আব্দুর রাজ্জাক মাস্টার ও এরশাদ মহুরীর মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে সকালে দু’গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় নুর নবীকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এছাড়াও আশঙ্কাজনক অবস্থায় ৪/৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. ফয়সাল আহম্মেদ বাংলানিউজকে জানান, সংঘর্ষে আহত ১৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।  

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।