ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় ঘূর্ণিঝড়ে ২৯ বসতঘর বিধ্বস্ত

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
পাথরঘাটায় ঘূর্ণিঝড়ে ২৯ বসতঘর বিধ্বস্ত ফাইল ছবি

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় ঘূর্ণিঝড়ে ২৯টি বসতঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

সোমবার (২৫ ফেরুয়ারি) সকালে উপজেলার কালমেঘা ইউনিয়নের কুপদোন গ্রামে এ ঘটনা ঘটে।

কালমেঘা ইউনিয়ন (ইউপি) পরিষদের সদস্য মো. মোস্তফা বাংলানিউজকে জানান, সকালে হঠাৎ ঘূর্ণিঝড়ের আঘাতে ওই গ্রামের ২৯টি ঘর ভেঙে যায়।

ঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুমায়ুন কবির বাংলানিউজকে বলেন, সরেজমিন পরিদর্শন করেছি। ঘূর্ণিঝড়ে ২৯টি বসতঘর বিধ্বস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্তদের উপজেলা প্রশাসন থেকে সহাযতা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।