ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পার্বতীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
পার্বতীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত ঘাতক ট্রাকটি। ছবি: বাংলানিউজ

পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুর শহরে ট্রাকচাপায় শাহিনুর আলম (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আহসান হাবিব নয়ন (৩৬) নামে মোটরসাইকেলটির চালক।  

পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।   

সোমবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে শহরের ঢাকা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত শাহিনুর পার্বতীপুর শহরতলীর হলদীবাড়ী দোলাপাড়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে ও আহত নয়ন পার্বতীপুর শহরের নতুন বাজারের মজনুর ছেলে। নয়ন পার্বতীপুর টেকনিক্যাল অ্যান্ড এগ্রিকালচার কলেজের সহকারী কম্পিউটার শিক্ষক বলে জানা গেছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছেন 

বাংলাদেশ সময়: ০৩৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।