ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কামরাঙ্গীরচরে হেলে পড়েছে পাঁচতলা ভবন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
কামরাঙ্গীরচরে হেলে পড়েছে পাঁচতলা ভবন

ঢাকা: পুরান ঢাকার কামরাঙ্গীরচরের খলিফাঘাট এলাকায় একটি পাঁচতলা ভবন হেলে পড়েছে। 

সোমবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪০ মিনিটে ভবনটি হেলে পড়ে।  

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার কামরুল হাসান বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট পাঠানো হয়েছে।

 

তিনি আরও বলেন, ওই ভবনটি এক থেকে দেড় ফিট হেলে পড়েছে। ইতোমধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনটির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
এজেডএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।