ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

দাউদকান্দিতে দুই বাসের সংঘর্ষে নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
দাউদকান্দিতে দুই বাসের সংঘর্ষে নিহত ২

কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুটি বাস ওভারটেক করতে গিয়ে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৩ জন।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার বানিয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের মধ্যে একজন হলেন দাউদকান্দি উপজেলার ডেকরিখোলা গ্রামের উত্তম চন্দ্র দাসের ছেলে সুজন চন্দ্র দাস (২০) অপর জনের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও এলাকাবাসী জানায়, দুর্ঘটনায় আহত ২৩ জনকে দ্রুত উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (গৌরীপুর) নেওয়া হলে চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে হস্তান্তর করেন।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা ও নোয়াখালীগামী দুটি যাত্রীবাহী বাস ওভারটেক করতে গিয়ে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। বাস দুটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।